মার্কিন সেনাবাহিনীতে নারী
মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে নারীরা মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময়কাল থেকে কাজ করছেন, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গঠিত মহিলা সৈন্য শাখা ছিলো মার্কিন নারীদের সামরিক বাহিনীতে মূল পদচারণা এবং নিয়মিত সৈনিক হিসেবে অন্তর্ভুক্তি হিসেবে প্রথম। নারীরা এখন মার্কিন সেনাবাহিনীর পদাতিক, সাঁজোয়া, গোলন্দাজ সহ সব শাখাতেই সৈনিক হিসেবে যোগ দিতে পারেন যদিও পুরুষদের তুলনায় অনেক কম নারী সেনা সদস্য হতে পারেন তবে যেটা ১৯৭০-এর দশকের আগে নারী সরাসরি যুদ্ধের সঙ্গে জড়িত শাখাগুলোতে যোগদানের সুযোগ পেতেননা এবং পেলেও তাদেরকে সম্মুখ যোদ্ধা হিসেবে নিয়োগ দেওয়া হতোনা। মার্কিন সামরিক বাহিনীতে নারীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৭০-এর দশক থেকে সব ধরনের পদাতিক নিয়োগে সর্বোচ্চ পদধারী হতে পারছেন; ২০০৮ সালে মার্কিন সেনাবাহিনীর ইতিহাসে প্রথম উর্ধ্বতন জেনারেল হিসেবে একজন নারী কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অ্যান এলিজাবেথ ডানউডি যিনি সেনাবাহিনীর সরবরাহ শাখার একজন কর্মকর্তা ছিলেন এবং সেনাবাহিনী সদর সপ্তরে কর্মজীবনের শেষের দিকে একজন স্টাফ জেনারেল ছিলেন, মার্কিন সেনাবাহিনীতে নারীদের জেনারেল পদমর্যাদা সাধারণত নারীদেরকে দেওয়া হয় না, এক্ষেত্রে জেনারেল অ্যান ছিলেন ব্যতিক্রম। প্যাট্রিশিয়া হরোহো এবং নাডজা ওয়েস্ট নামের দুইজন নারী জেনারেল হয়েছিলেন তবে এরা দুজনেই সেনা চিকিৎসা শাখার সদস্য ছিলেন।