স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম
স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম ২০২১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন সুপারহিরো চলচ্চিত্র। মার্ভেল কমিক্স চরিত্র স্পাইডার-ম্যানকে ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি যৌথ-প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচার্স এবং মার্ভেল স্টুডিওজ। আর এটি পরিবেশনা করেছে সনি পিকচার্স রিলিজিং। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৭তম চলচ্চিত্র এবং স্পাইডার-ম্যান: হোমকামিং (২০১৭) ও স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম-এর সিক্যুয়াল (২০১৯)। চলচ্চিত্রটি পরিচালনা করেছে জন ওয়াটস এবং রচনা করেছে ক্রিস ম্যাককেন্না ও এরিক সোমার্স। এতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড অভিনয় করেছে। তার পাশাপাশি এর শ্রেষ্ঠাংশে রয়েছে
যেনদায়া, মুসা আরমান, জ্যাকব বাটালন, মারিসা টোমেই, জেমি ফক্স, বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং আলফ্রেড মোলিনা। ফার ফ্রম হোম ছবিটির শেষে স্পাইডার-ম্যানের ওরফে পিটার পার্কারের গোপন পরিচয় সংকটে পরে এবং ড.স্টিফ্যান স্ট্রেন্জকে (কাম্বারব্যাচ) জাদু-বিদ্যার সাহায্যে পার্কার তার গোপন পরিচয় পুনরায় গোপনীয় করার জন্য অনুরোধ করে ৷ মন্ত্রটি বিফল হল ফলে মাল্টিভার্স উন্মুক্ত হয়ে যায় যাকিনা পার্কারের দুনিয়ায় বিকল্প বাস্তবতার আগন্তুকদের প্রবেশের সুযোগ করে দেয় ৷